টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের দখলকে কেন্দ্র করে তাবলীগ জামাতের যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
আজ বুধবার সকালে বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, ‘তাবলিগ জামাতের জুবায়ের ও সাদপন্থীদের সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।’ এর আগে বুধবার ভোরে ইজতেমার ময়দান দখল নিয়ে সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে তিন মুসল্লি নিহত হন।
আহত হয়েছেন আরও শতাধিক।আজ বুধবার ভোররাত ৪টার দিকে ইজতেমার ময়দান দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে হতাহতের এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামের আমিনুল ইসলাম বাচ্চু মিয়া (৭০), ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার আব্দুস সামাদের ছেলে বেলাল হোসেন (৬০) ও আরেকজন হলেন বগুড়া জেলার তাজুল ইসলাম (৭০)।
নাম প্রকাশে অনিচ্ছুক টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সিনিয়র ব্রাদার জানান, নিহত তিনজনের মধ্যে দুজন হাসপাতালে এবং একজন ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা যান। আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন- গাজীপুরের হান্নান (৫৫), চাঁদপুরের দেলোয়ার হোসেন (৫৬), খোরশেদ আলম (৫০), ফয়সাল (১৮), মারকাজুল উলুম আস্বরিয়া মাদ্রাসার ছাত্র আলাউদ্দিন (৩৫), কুমিল্লার দেবিদ্বারের রিশাদ (৩০)।
এদিকে জুবায়েরপন্থীদের মধ্যে আহতরা হলেন- নুরুল হাকিম (৩০), সালাউদ্দিন ভূঁইয়া (৫০), সাদ (২১) ও সিয়াম( ২৪)। ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান আমাদের সময়কে বলেন, ‘বুধবার চারটার দিকে দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে। এতে এই পর্যন্ত কতজন মুসল্লি মারা গেছে তার সংখ্যা জানা যায়নি, বিস্তারিত পরে জানানো হবে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে।’