চ্যাম্পিয়ন্স ট্রফি এখন বাংলাদেশে

icc-champions-trophy-f-20241209172208.jpg

ICC Champions Trophy

আমার ভোলা ডেস্ক

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনিশ্চয়তা কাটেনি , এরই মাঝে শুরু হয়েছিল ট্রফি ট্যুর। বিভিন্ন দেশ পরিদর্শনের পর এবার ট্রফিটি বাংলাদেশে এসে পৌঁছেছে।

সোমবার দুপুরে ঢাকায় এসে পৌঁছায় সুদৃশ্য ট্রফিটি। তবে ট্রফিটি ঘিরে কার্যক্রম শুরু মঙ্গলবার। এদিন সকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে নিয়ে যাওয়া হবে ট্রফিটি। বিকেলে ট্রফির গন্তব্য কক্সবাজার

জনসাধারণের জন্য ট্রফিটি উন্মুক্ত থাকবে বুধবার। কক্সবাজারের লাবণী পয়েন্ট সৈকতে (সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রদর্শনী হবে এটির।

এই দিনই ট্রফি ফিরেবে ঢাকায়। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফিটি প্রদর্শনীর জন্য রাখা হবে বসুন্ধরা সিটি শপিং মলে।

পরের দিন অর্থাৎ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নেওয়া হবে ট্রফি। এখানে নারী ও পুরুষ জাতীয় দলের ক্রিকেটার, এর বাইরেও বর্তমান ও সাবেক সব ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও কর্মকর্তাগণ ও সংবাদকর্মীদের জন্য উন্মুক্ত থাকবে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত।

সকল কার্যক্রম শেষে ওই দিনই ঢাকা ছাড়বে ট্রফি। পরের গন্তব্য দক্ষিণ আফ্রিকা। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ঘুরে ট্রফিটি ফিরবে টুর্নামেন্টের স্বাগতিক দেশ পাকিস্তানে।

টুর্নামেন্ট শুরু হওয়ার কথা আগামী ফেব্রুয়ারি-মার্চে। তবে পাকিস্তান সফরের ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে ভারত। এজন্য টুর্নামেন্টের সূচি, ভেন্যু ও অন্যান্য অনেক কিছুর সিদ্ধান্ত ঝুলে আছে এখনও।

টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে হওয়া নিয়ে আপত্তি আছে পাকিস্তানের। তবে শেষ পর্যন্ত ভারতের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনাই বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top