অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আরও দাপুটে জয় পেল বাংলাদেশ। স্বাগতিক মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে ১২০ রানের বিশাল জয়ে সুপার ফোরে ওঠা নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা।
প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল টাইগ্রেসরা। কুয়ালালামপুরের বায়ুয়েমাস ওভালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৪৯ রানের উদ্বোধনী জুটি জুটি এনে দেন ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মত ইভা। ২১ বলে ২৬ রান করে আউট হন ওপেনার ছোঁয়া।
১৬ বলে ১৯ রান আসে আরেক ওপেনার ইভার ব্যাটে। পরের ৪২ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশের মেয়েরা। তবে শেষটা দারুণ করেন সাদিয়া আক্তার ও জান্নাতুল মাওয়া। ৪ চারে ৪৫ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন মাওয়া ও ১৯ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন সাদিয়া।
তাতে ৫ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। এরপর বাংলাদেশের বোলারদের তোপের মুখে টিকতেই পারেনি মালয়েশিয়ান ব্যাটাররা। একজন ব্যাটারও ব্যক্তিগত রান দুই অঙ্কের ঘরে নিতে পারেননি। ১১ বলে সর্বোচ্চ ৫ রান করেন নূর আলিয়া বিনতে হারুন।
বাংলাদেশের হয়ে ৩ ওভার ৫ বল হাত ঘুরিয়ে ৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন নিশিতা আক্তার নিশি। ৪ ওভারে ৫ রান দিয়ে তিন উইকেট নেন হাবিবা ইসলাম। ম্যাচসেরা হন মাওয়া।