রুয়েটের ছাত্রের উপর ব্যবসায়ীর হামলা

WhatsApp-Image-2024-12-17-at-08.42.58_7e3424a1.png
প্রিন্স, আমার ভোলা প্রতিনিধি

 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় স্থানীয় দোকানদারের সঙ্গে কথাকাটাকাটির পর সংঘর্ষে পরিণত হয়।

এতে অন্তত ১৫ জন রুয়েট শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে ৫ জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে স্থানীয়দের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, এক দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি নিয়ে রুয়েটের এক শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। এর জেরে দোকান ব্যবসায়ীদের সঙ্গে রুয়েটের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ওসি মতিউর রহমান বলেন, সংঘর্ষে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রুয়েট ছাত্রকল্যাণ উপ-পরিচালক ড. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, রুয়েট প্রশাসন বাদি হয়ে মতিহার থানায় ৫ জন নাম উল্লেখ্য ও ৫০ জন অজ্ঞাতনামা মামলা করেছে। ঘটনার তদন্ত করে হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top