সম্প্রতি খুব একটা ছন্দে নেই রিয়াল মাদ্রিদ। তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগে আটালান্টার বিপক্ষে ম্যাচটা সহজ ছিল না লস ব্লাঙ্কোদের জন্য। তবে দলের তিন তারকার উজ্বল পারফরম্যান্স স্বস্তির জয় পেয়ে রিয়াল। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামের গোলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে আটালান্টার মাঠে ম্যাচের ১০ মিনিটে চোখ ধাঁধানো গোলে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। তবে বিরতির খানিক আগে পেনাল্টি থেকে গোল করে সমতায় চলে আসে ইতালিয়ান ক্লাব। ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দু’দল।
বিরতির পর বুদ্ধিদীপ্ত প্লেসিং শটে জাল খুঁজে নেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর ম্যাচের ৫৯ মিনিটে জুড বেলিংহ্যাম দেখান একক ঝলক। তার গোলে ব্যবধা আরও বাড়ে রিয়ালে।
এরপর ৬৫ মিনিটে ব্যবধান আবার কমান আদেমোলা লুকমেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে ৩৬ দলের লিগে ১৮ নম্বরে উঠেছে রিয়াল। পরের রাউন্ডের জন্য প্লে অফ নিশ্চিত করতে থাকতে হবে ২৪ দলের ভেতর।